ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিসি ক্যামেরার ভূমিকায় থাকবেন সাংবাদিকরা: ইসি রাশেদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা অনেকটাই সিসি ক্যামেরার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ধরনের মন্তব্য করেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‌‘অর্থ সংস্থান না থাকায় এবারের নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। তবে নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন।’

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে আশ্বাস দিয়ে ইসি রাশেদা বলেন, ভোটের দিন দায়িত্বে কারও অবহেলা থাকলে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া কারও কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এবং পুলিশ সুপার গোলাম সবুর।  

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি