ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

পণ্য পরিবহনের সময় চাঁদাবাজি বন্ধ করা হবে। এ ব্যাপারে কাজ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পরিচালনা পর্ষদের নেতারা দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। 

এসময় মন্ত্রী আরও বলেন, ‌‘দেশের শিল্প বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশের পণ্য বাজারও নিয়ন্ত্রণে কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ‘দেশের শিল্পগুলোর অবস্থা সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমরা চাই—দেশে বিনিয়োগ বৃদ্ধি পাক, কর্মসংস্থান বৃদ্ধি পাক।’ 

অপরাধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘সব ধরনের অপরাধ বন্ধে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। দেশের মানুষ যাতে নিরাপদে এবং শান্তিতে থাকতে পারে—সে লক্ষ্যে আমরা কাজ করছি।’ 

কেআই//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি