ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

নৌবাহিনী প্রধানের সাথে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৮:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল ভিআর চৌধুরী আজ মঙ্গলবার বনানীস্থ নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

এর আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান।

আন্তঃবাহনিী জনসংযোগ পরদিপ্তরের (আইএসপআির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এয়ার চীফ মার্শাল ভিআর চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। 

তিনি বন্ধু-প্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে- এ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 
পরে ভারতীয় বিমান বাহিনী প্রধান পরিদর্শন বই স্বাক্ষর করেন। 

অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, নেভাল এ্যাটাশে, নৌ সদরের পিএসওগণ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, তিনি ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।

কেআই//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি