ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২৩ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

বান্দরবানের থানচি, রোয়াংছড়ি ও রুমা এই তিন উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় এই তিন উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য দেন ইসি সচিব।

যৌথ অভিযানের কারণে এই তিন উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। পরে সুবিধাজনক সময়ে এ তিন উপজেলার ভোট করা হবে বলে জানান তিনি।

ষষ্ঠ উপজেলা পরিষদের ভোট নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। চার নির্বাচন কমিশনার, জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 

৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলার মধ্যে রুমা, থানচি ও রোয়াংছড়িসহ বান্দরবানের সাতটি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি