ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদ্যুতের আলোতে ফিরেছে ৮০ শতাংশ গ্রাহকের ঘরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২৮ মে ২০২৪

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের অর্ধেকের বেশি মানুষ বিদ্যুৎহীন ছিল। সরবরাহ বন্ধ থাকা ৮০ শতাংশ গ্রাহককে ইতিমধ্যে আবারও সেবার আওতায় এনেছে পল্লী বিদ্যুৎ।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হয়েছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় তিন কোটি তিন লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার মধ্যে দুই কোটি ৪২ লাখ গ্রাহকের বিদ্যুৎ পুনরায় সংযোগ প্রদান করা হয়। রাত ১০টার মধ্যে ৮৫ শতাংশ পুনরায় সংযোগের কাজ শেষ হবে।

বিদ্যুৎহীন সবাইকে পুনরায় বিদ্যুৎ সংযোগ না দেওয়া পর্যন্ত এ কাজ চলমান থাকবে।

আগামীকাল বুধবার সকালের মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনরায় সংযোগ সম্পন্ন হবে বলে মন্ত্রণালয় ও আরইবি থেকে জানানো হয়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি