ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

শিক্ষার্থীরা যখন চাইবে তখনই আলোচনায় বসা হবে: আইনমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৮ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখনই আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বিকেলেও বৈঠকটি হতে পারে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। এ বিষয়ে তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি