ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কোটা আন্দোলনে সংহতি প্রকাশে প্রবাসী বাংলাদেশিদের সাজা হওয়ায় প্রধানমন্ত্রীর উদ্বেগ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ২৭ জুলাই ২০২৪ | আপডেট: ২২:১৭, ২৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বদেশে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের কারণে সেখানে বিচারের সম্মুখীন হওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশির বিচার ও সাজা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকার তাদের নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো প্রতি প্রবাসীরা যাতে এ বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন সেজন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা জারি করেছেন।
আরাফাত আরো বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি