ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

কারফিউ মেনে চলার আহ্বান সেনাবাহিনীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ৪ আগস্ট ২০২৪ | আপডেট: ২৩:৩৩, ৪ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

রোববার (৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান-মাল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান ও প্রচলিত আইনের আওতায় তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি