ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত একজনকে অন্তর্ভুক্ত করার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ৭ আগস্ট ২০২৪ | আপডেট: ১১:২৪, ৮ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং গুলশান সোসাইটির প্রতিষ্ঠাতা ও মূল উদ্যোক্তা মীর লুৎফুল কবির সাদী এক বিবৃতিতে আসন্ন অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সাদী তার বিবৃতিতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের বিশাল আত্মত্যাগ এবং অভূতপূর্ব বিজয় অর্জনের জন্য ছাত্র ও জনগণকে অভিনন্দন জানান। 

তিনি উল্লেখ করেছেন  এটি একটি দুঃখজনক এবং লজ্জাজনক যে ৫ আগস্ট রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং রাজনৈতিক নেতাদের সাথে বঙ্গভবনে একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।

তিনি বলেন, আসন্ন অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করা না হলে তা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। 

তিনি বলেন, দেশের হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ফুলটাইম চাকরি করছে। তাই মেধাবী ছাত্রনেতারা অন্তর্বর্তীকালীন সরকারে পাশাপাশি ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ।

সাদী আরও উল্লেখ করেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতিনিধিত্ব ছাড়া অন্তর্বর্তী সরকারকে জনগণ মেনে নেবে না।

কেআই//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি