ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

হাইকোর্ট ছেড়ে শিক্ষা অধিকার চত্বরে অবস্থান আন্দোলনকারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১০ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

প্রধান বিচারপতিসহ সব বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে প্রধান বিচারপতি সন্ধ্যার মধ্যে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে সরে যান তারা। আদালত চত্বর ছেড়ে শিক্ষা অধিকার চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

সন্ধ্যার মধ্যে নিয়ম অনুসারে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানো গেছে। 

অন্যান্য বিচারপতিরা কী করবেন সে বিষয়ে এখনো জানা যায়নি।

এদিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে তা স্থগিত ঘোষণা করেছেন তিনি।

এই ফুলকোর্ট সভা ডাকাকে ‘জুডিশিয়ারি ক্যু’ মনে করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি