ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

যেসব শিক্ষা প্রতিষ্ঠান বেশি টাকা নিয়েছে ৭ দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ- শিক্ষামন্ত্রীর

প্রকাশিত : ২০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত মাসিক বেতন, ভর্তি ফি ও এসসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেশি টাকা নিয়েছে তা আগামী ৭ দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা লঙ্ঘন করে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত না দিলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বছরের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত ভর্তিফি এবং অতিরিক্ত মাসিক বেতনের চাপে পড়েন অভিভাবকরা। এরই পরিপ্রেক্ষিতে অন্দোলনেও নামেন তারা। তারপরও কোনো ব্যবস্থা নেয়নি স্কুলগুলোর কর্তৃপক্ষ। অতিরিক্ত বেতন ও ভর্তি ফি আদায় করেছে প্রায় ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার, ভিকারুন্নিসা নুনের মতো নামকরা স্কুল। এবার সমস্যা নিরসনে কঠোর হলো শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিং করেই স্কুলগুলোকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন শিক্ষা মন্ত্রী। টাকা ফের না দিলে স্কুল কর্তৃপক্ষগুলোকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারী দেন মন্ত্রী। যেসব অভিভাবক শিক্ষামন্ত্রণালয়ে অতিরিক অর্থ আদায়ের অভিযোগ করবেন তাদের নিরাপত্তারও আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি