ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সামাদ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট

প্রকাশিত : ১৫:৩৪, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ১০ এপ্রিল ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন সামাদ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকবাহী গাড়ী চলাচলে বাধা দেন শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন তারা। দুই দিনের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার থেকে উপাচার্য কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছরেও শিক্ষার্থীদের কোনো আবাসিক হল নেই। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন বলে অভিযোগ তাদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন আইন বিভাগের ছাত্র নাজিমউদ্দিন সামাদ গত বুধবার রাতে, সূত্রাপুর এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি