
রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাগঞ্জের ইকরচালি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী সাইমন পরিবহনের চাকা ফেটে সামনের দিক থেকে আসা রংপুরগামী দীপ্তি পরিবহনের সঙ্গে ধাক্কা খায়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়। আহত হয় অন্তত অর্ধশতাধিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পর সেখানে আরো দুজনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে।