ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৭:২৮, ২৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:২৮, ২৪ এপ্রিল ২০১৬

অধ্যাপক ডক্টর এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মৌন মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে হত্যাকান্ডের ঘটনায় এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আর বোয়ালিয়া থানায় দায়ের করা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডক্টর এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হয় মৌন মিছিল। এতে শত শত শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। এরপর কালো ব্যাচ ধারণে করে সিনেট ভবনের সামনে থেকে মিছিল বের করে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা। সোমবার থেকে ৭দিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এদিকে এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যাও উদ্ভুত পরিস্থিতি নিয়ে পুলিশ ও জেলা প্রশাসকের শীর্ষ কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে উপাচার্য জানান, তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এদিকে শিক্ষক রেজাউল হত্যা মামলা বোয়ালিয়া থানা থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে মহানগর পুলিশের একজন উপকমিশনারের নেতৃত্বে ছয় সদস্যের তদারকি কমিটিও গঠন করা হয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় নগরী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ১৯ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছে অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিতহের ছেলে ইমতিয়াস সৌরভ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি