ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

জামায়াত-শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধের দাবি গণজাগরণ মঞ্চের

প্রকাশিত : ২০:২২, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৩০, ৫ ফেব্রুয়ারি ২০১৬

জামায়াত-শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এ মঞ্চের ৩ বছর পূর্তি উপলক্ষে বিকেলে রাজধানীর শাহবাগে সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময়, মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেছেন, স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের কোন প্রতিষ্ঠান চলতে পারে না। gonojagoronশাহবাগে সমাবেশের শুরুতেই ছিলো জাতীয় সঙ্গীত। তারও আগে থেকে সেখানে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসেছিলেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিন বছর আগে যে জাগরণে উত্তাল হয়েছিলো শাহবাগের এই চত্বর, তা-ই ঘুরে ফিরে আসে মঞ্চের কর্মীদের মুখে মুখে। দুপুর গড়ালে, শুভ সূচনা করা হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পরে গনজাগরণ মঞ্চের বর্ষপূর্তিতে প্লে-কার্ড ও ফেস্টুনসহ বর্নিল সাজে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে শাহবাগ চত্বরেই সমাবেশ; মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, তাদের দাবি ও আন্দোলনের কারনেই আইন সংশোধিত হয়েছে এবং শীর্ষ ৪ যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে। স্বাধীন দেশে সব যুদ্ধাপরাধীর বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানান ইমরান এইচ সরকার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি