ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আনসার ব্যারাকে হামলার ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত : ১৫:২১, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:২১, ১৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের আনসার ব্যারাকে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃংখলা বাহিনী। হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামী করে রাতে টেকনাফ থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় রাতভর অভিযান চালিয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। তবে এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানিয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধার ও হামলাকারিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা। গতকাল ভোরে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলা আনসার কমান্ডার নিহত হয়। ১১টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি