ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

তালিকা চুড়ান্ত না হওয়ায় সরকারিভাবে বোরো ধান কেনা শুরু হয়নি

প্রকাশিত : ১১:২৮, ২৩ মে ২০১৬ | আপডেট: ১১:২৮, ২৩ মে ২০১৬

তালিকা চুড়ান্ত না হওয়ায় রংপুরে এখনো শুরু হয়নি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান কেনা। ফলে স্থানীয় বাজারে ধান বিক্রিতে বাধ্য হচ্ছে চাষী। পাচ্ছেনা ন্যায্য মূল্য। তবে ময়মনসিংহে শুরু হয়েছে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা। কৃষকদের অভিযোগ তাদেরকে জানানো হচ্ছেনা সরকার নির্ধারিত ক্রয়মূল্য। আবহাওয়া ছিল অনুকূলে। ছিলনা তেমন রোগ বালইয়ের প্রকোপ। ফলে এবার রংপুরে বোরোর ফলন হয়েছে বেশ ভালো। ধান কাটায় ব্যস্ত কৃষক। কৃষি সম্প্রসারন বিভাগের হিসেবে, রংপুর বিভাগের ৮ জেলায় চলতি মৌসুমে ৫ লাখ ২৯ হাজার ৫শ ২৯ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ টনেও বেশি। তবে ৫ই মে থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত থাকলে তা এখনো শুরু হয়নি। সরকারি ক্রয় মূল্য মন প্রতি ৯২০ টাকা করা হলেও স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে সাড়ে ৩শ থেকে ৪শ টাকা দরে। এতে অর্থিকভাবে ক্ষতি হচ্ছে কৃষক। কবে থেকে সরকারিভাবে ধান কেনা শুরু হবে তা নিশ্চিত করে জানাতে পানেনি সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে ময়মনসিংহ ধান শুকিয়ে গোলায় তুলছে কৃষক। এরইমধ্যে সরকারিভাবে শুরু হয়েছে সংগ্রহ অভিযান। তবে তা এখনো রয়ে গেছে সীমিত পর্যায়ে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ তুলতে কম দামে ফড়িয়া-দালালদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মুল্য না পেলে চাষে আগ্রহ হারিয়ে ফেলবে বলে মনে করছেন কৃষিবিদ। দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত দামে ধান সংগ্রহ শুরু দাবি কৃষকদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি