ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

কুমিল্লায় কেটেছে কাজী নজরুল ইসলামের জীবনের কিছুটা সময়

প্রকাশিত : ১১:০৯, ২৫ মে ২০১৬ | আপডেট: ১১:০৯, ২৫ মে ২০১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের কিছুটা সময় কেটেছে কুমিল্লায়। এখানে বসেই তিনি রচনা করেছেন বহু গান ও কবিতা। কুমিল্লাতেই প্রণয় ও পরিণয় হয় প্রমীলা দেবীর সঙ্গে। অথচ, এই জেলায় নজরুল চর্চা দিন দিন কমে যাচ্ছে। তাই কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ চেয়েছেন নজরুল প্রেমীরা। সাহিত্যে অজস্র চরিত্রের রূপায়ণ যার হাত ধরে, তারও জীবনের অনেক গল্প গাঁথা ছিলো, যেখানে প্রণয়ের কথামালা ছিলো সর্বাগ্রে। সময়টা বেশি না হলেও, কুমিল্লায় যাপিত জীবনটুকু তেমনই। ১৯২১ থেকে ২৩ সাল পর্যন্ত, পাঁচবার আগমনের মধ্য দিয়ে, নজরুলের জীবনের মোড় ঘুরতে দেখে এই শহর। এখানেই কবি রচনা করেছিলেন বিদ্রোহী সব গান-কবিতা। যার জন্য বেশ ক’বার কারাবরণও করতে হয়েছিলো। কবি নজরুলের সাহিত্য চর্চার বড় স্থান কুমিল্লা হলেও ক্রমশ হারিয়ে যেতে বসেছে সেই চর্চা। নজরুলের গান সংরক্ষণ ও সাহিত্য চর্চা বাড়াতে সহযোগিতার আহ্বান নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কর্তৃপক্ষের। নজরুল মানে তারুণ্যের জয়গান, সাম্যের জয়গান। নজরুল মানেই শোষিত আর বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, সত্য আর ন্যায়ের দিশারি। তাই অসামান্য এই কবির কাজের সঠিক চর্চা, সংরক্ষণ ও তা ছড়িয়ে দেয়ার আহ্বান ভক্তকূলের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি