ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

বিভিন্ন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে কয়েক লাখ মামলা

প্রকাশিত : ২০:৩৯, ২ জুন ২০১৬ | আপডেট: ২০:৩৯, ২ জুন ২০১৬

বছরের পর বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে কয়েক লাখ মামলা। এসব মামলা নিষ্পত্তি না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার জন্য যথাসময়ে সাক্ষীদের উপস্থাপন করতে না পারা, বিচারকসহ জনবল সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তাই বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশনের দিকে তাকিয়ে আছেন সরকারি আইন কর্মকর্তারা। চট্টগ্রামে জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পরিবেশ আদালত ও বিশেষ ট্রাইব্যুনালের অধীনে বিচারিক আদালত ৭৬টি। এসব আদালতে বছরের পর বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায় আছে প্রায় ২ লাখ ৪০ হাজার মামলা। এসব মামলার অর্ধেকের বেশী দেওয়ানী মামলা। কিন্তু, নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি না হওয়ায় ভোগান্তির শেষ নেই বিচার প্রার্থীদের। যথাসময়ে সাক্ষীদের হাজির করতে না পারা এবং বিচারক স্বল্পতাকে দায়ী করেছেন আদালত সংশ্লিষ্টরা। বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলা দ্রুত নিস্পত্তি করতে বিশেষ আইন প্রণয়নের দাবী জানান চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবিরা। এদিকে, বিচার ব্যবস্থা ডিজিটালাইজেশনের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসুত্রিতা কমবে বলে জানান সরকারি আইন কর্মকর্তারা। ২০১৮ সালের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হবে। বিচারপ্রার্থীদের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা নিস্পত্তিত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা আদালত সংশ্লিষ্টদের।    
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি