ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

রমজানে বিভিন্ন পন্যের দাম বাড়লেও এখন কমতে শুরু করেছে

প্রকাশিত : ১২:৫৯, ১০ জুন ২০১৬ | আপডেট: ১২:৫৯, ১০ জুন ২০১৬

রমজানে চিনি, ছোলা, ডালের দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তেমন কাজে আসেনি। তবে, প্রথম রমজানে বেগুন, শশা, কাঁচামরিচ এবং মাংসের দাম বাড়লেও এখন কমতে শুরু করেছে। রমজান এলেই বাড়ে ছোলা, ডাল ও চিনির চাহিদা। ফলে বেড়ে যায় দাম। কিন্তু, এবার রমজানের প্রায় একমাস আগেই এসব পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানসহ সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও, তা কাজে আসেনি। ক্রেতারা বলছেন, সরকারের নিয়ন্ত্রণের অভাবই এর জন্য দায়ি। ভিন্ন চিত্র সবজির বাজারে। প্রথম রমজানে সাড়ে চারশো টাকা ছাড়িয়েছিল গরুর মাংসের দাম, তবে এখন কমে সিটি কর্পোরেশন নির্ধারিত চারশো বিশ টাকায় বিক্রি হচ্ছে। বাড়েনি মাছের দামও। ভরা মৌসুম হওয়ায় আম, জাম, কাঁঠালের মতো রসালো ফলে সয়লাব বাজার। কিন্তু তারপরও রমজানের শুরু থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে বিদেশী খেজুর।  
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি