ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ঠাকুরগাঁওয়ের লিচু বাগানে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, জনস্বাস্থ্য হুমকির মুখে

প্রকাশিত : ১৬:০৩, ১০ জুন ২০১৬ | আপডেট: ১৬:০৩, ১০ জুন ২০১৬

বিধি নিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের লিচু বাগানগুলোতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। মুকুল আসা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত একাধিকবার প্রযোগ করা হচ্ছে বিষ। কৃষিবিদরা বলছেন, এতে নষ্ট হচ্ছে পরিবেশ। হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী বাড়ানোর দাবি স্থানীয়দের। চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের ৮শ’ হেক্টর জমিতে ৯শ’ ৯০টি  বাগানে গোলাপি, চায়না থ্রি, বেদানা, বোম্বাই, কাঁঠালিসহ বাহারি নামের লিচুর সমাহার। বাগানগুলোতে উৎপাদন থেকে শুরু করে বিক্রির আগ পর্যন্ত প্রয়োগ করা হচ্ছে কীটনাশক। প্রথম বিষ দেয়া শুরু হয় মুকুল আসার পরপরই। আরেক দফায় দেয়া হয় ফল আসার পর। তৃতীয় দফায় বিভিন্ন হরমন দেয়া হয় লিচু আকার বড় করার জন্যে। সর্বশেষ বিক্রির ৮ থেকে ১০দিন আগে আবারো দেয়া হয় বিষ। কৃষি বিভাগ বলছে, রোগ ও পোকা মাকড় থেকে লিচু রক্ষায় কিভাবে কীটনাশক প্রয়োগ করতে সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু কিছু-কিছু ক্ষেত্রে বিধিনিষেধ উপেক্ষা করে বালাইনাশক ব্যবহার করা হচ্ছে। লিচুতে মাত্রাতিরিক্ত বিষপ্রয়োগ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সকলের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি