ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ফ্লোরিডার নাইট ক্লাবে হামলায় নিহতদের স্মরণ

প্রকাশিত : ১০:১৯, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১০:১৯, ১৪ জুন ২০১৬

নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হচ্ছে ফ্লোরিডার নাইট ক্লাবে হামলায় নিহতদের। শোকের পাশাপাশি ক্ষোভে ফুসছে মার্কিনীরা। এদিকে, হামলাকারী ওমর মতিনের সঙ্গে আইএস বা অন্য কোন জঙ্গি গোষ্ঠির সরাসরি সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলায় শুধু মার্কিনীরাই নয়, শংকিত সারা বিশ্বের শান্তিকামী মানুষ। আর তাই শোকের আবহ যুক্তরাষ্ট্র ছাপিয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে নিহতদের। এ’ ঘটনার পর সমালোচনার মুখে পড়েছে মার্কিন নিরাপত্তা বিভাগ। প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, হামলাকারীর সঙ্গে আইএস বা অন্য কোন জঙ্গি সংগঠনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তবে, প্রাথমিকভাবে হামলার তদন্ত সন্ত্রাসী কর্মকান্ড বিবেচনায় নিয়েই এগুচ্ছে। এদিকে, হামলাকারী ওমর মতিন জঙ্গি গোষ্ঠিগুলোর অনলাইন প্রচারণার মাধ্যমে প্রভাবিত হয়েছেন বলে দাবি করেছেন এফবিআই’র পরিচালক জেমস কোনি। এমন পরিস্থিতিতে নিজের মুসলিম বিদ্বেষী মন্তব্য আরেকবার প্রকাশের সুযোগ হাতছাড়া করেননি প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসলে জঙ্গি রেকর্ডভুক্ত দেশগুলোর মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবেন বলে জানিয়েছেন তিনি। ওই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি