ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

রেলমন্ত্রী মুজিবুল হক আবার বাবা হয়েছেন। এবার যমজ ছেলের জন্ম দিয়েছে তার স্ত্রী হনুফা আক্তার। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার ।

রেলমন্ত্রী জানান, মা ও দুই নবজাতক সুস্থ। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মন্ত্রী মুজিবুল হক বলেন, ছেলেদের নাম এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নাম ঠিক করা হবে।

৬৭ বছর বয়সে দীর্ঘ কুমারজীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। দেড় বছর পর ২০১৬ সালের মে মাসে তাদের মেয়ের জন্ম হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি