ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

শিগগিরই ‘আলাপন’ অ্যাপস চালু হবে

প্রকাশিত : ১৬:২০, ১৬ জুন ২০১৬ | আপডেট: ১৬:২০, ১৬ জুন ২০১৬

শিগগিরই হোয়াটস অ্যাপ ও ভাইবারের মত ‘আলাপন’ নামে বাংলাদেশের একটি নিজস্ব অ্যাপস চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে সাংবাদিকদের আউটসোর্সিং বিষয়ক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। আউট সোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশীরা প্রচুর বৈদেশিক টাকা আয় করছে। ভবিষ্যতে জিডিপির ৫ শতাংশ এই খাত থেকে আসবে বলেও আশা প্রকাশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন। সারাদেশের প্রায় ২ হাজার সাংবাদিককে আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি