ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

সাময়িকভাবে ভারতে আশ্রয় নেয়া হিন্দুদের নাগরিকত্ব দিলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বেঃ রানা দাশগুপ্ত

প্রকাশিত : ১৪:৪৪, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১৯:৪৭, ২৮ জুন ২০১৬

সাম্প্রদায়িক সহিংসতার কারণে সাময়িকভাবে ভারতে আশ্রয় নেয়া হিন্দুদের সে দেশ নাগরিকত্ব দিলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে বলে মনে করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সে সময় তিনি অভিযোগ করেন কিছু গণমাধ্যম তাকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা রাখা উচিত, এমন বক্তব্য তিনি দেন নি বলেও দাবী করেন সংবাদ সম্মেলনে। তিনি আরো বলেন, ওলামা লীগ তাকে নিয়ে দেশে বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি