ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা

প্রকাশিত : ১৫:৫৪, ৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে স্বজন, শুভানুধ্যায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। দেশে এমন জঙ্গি হামলা যেন আর না হয় সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তারা। শ্রদ্ধা নিবেদনের পর নিহতদের মরদেহ পরিবারের সদস্য ও স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। গুলশানে রক্তাক্ত জঙ্গি হামলায় হত বিহব্বল জাতি আবেগ আর ভালোবাসায় শেষ শ্রদ্ধা জানালো নিহতদের প্রতি। আর্মি স্টেডিয়ামে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা শ্রদ্ধা নিবেদনের সময় সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। তাদের চাওয়া দেশের এমন ক্রান্তিকাল যারা তৈরি করছে ঐক্যবদ্ধাভাবে রুখতে হবে তাদের। এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তাদের সহকর্মীরা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন তারা। আর্মি স্টেডিয়ামেই নিহতদের মরদেহ পরিবারের সদস্য ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি