ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

মার্কিন দূতাবাস বিএনপির মুখপাত্র: সজীব ওয়াজেদ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৩ জুলাই ২০১৮

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস গাজীপুর সিটি করপোরেশন নিয়ে বিএনপির মন্তব্যের পুনরাবৃত্তি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দূতাবাস অনেকটা বিএনপির মুখপাত্রে পরিণত হয়েছে। তারা এই নির্বাচনে অনিয়মের কথা বলছে। কিন্তু নির্বাচনে বিএনপির সহিংসতা চালানোর চেষ্টা নিয়ে কিছুই বলছে না।’

গতকাল সোমবার রাত সাড়ে দশটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ৯টি অর্থাৎ ২ দশমিক ১ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছিল। এক্ষেত্রে নির্বাচন কমিশন নিজেদের দায়িত্ব পালন করার মাধ্যমে কেন্দ্রগুলোর ভোটগ্রহণ বাতিল ঘোষণা করে।’

তিনি আরও বলেন, আমাদের নতুন মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির প্রার্থী হাসান সরকারের থেকে ২ লাখের বেশি ভোট, অর্থাৎ দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনী পর্যবেক্ষকরা সবাই একমত, অনিয়মের অভিযোগ যা এসেছে, তা কোনোভাবেই নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারেনি।

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমানের ফোনালাপ থেকে আমরা জানতে পারি যে, তার দল সহিংসতা তৈরি করার মাধ্যমে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছিল।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের বক্তব্যে এই বিষয়টিকে কিন্তু এড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি হচ্ছে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো। তাই বক্তব্যটি বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসেরই বলে ধরে নেওয়া যায়। বোঝাই যাচ্ছে, দূতাবাসের কর্মকর্তারা তাদের বিএনপির বন্ধুদের সঙ্গে খুব বেশি সময় কাটাচ্ছেন আজকাল।’

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি