ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শ্রমিকদের দায়ের করা বিভিন্ন মামলা ঝুলে আছে বছরের পর বছর

প্রকাশিত : ১৭:২২, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:২২, ১৫ জুলাই ২০১৬

চট্টগ্রামের শ্রম আদালতে বছরের পর বছর ঝুলে আছে শ্রমিকদের দায়ের করা বিভিন্ন মামলা। যথাসময়ে নিস্পত্তি না হওয়ায় চরম ভোগান্তিতে বিচারপ্রার্থীরা। আদালত সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত বিচারক ও কর্মকর্তা না থাকায় মামলা নিস্পত্তিতে দীর্ঘসময় লাগছে। আদালত সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালতে মামলা রয়েছে ১হাজার ২২৮টি। এর মধ্যে হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে ২৭৫টি মামলা। শ্রম আইন অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে মামলা নিস্পত্তি হওয়ার কথা থাকলেও লেগে যাচ্ছে বছরের পর বছর। ফলে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। এদিকে চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালতে নেজারত বিভাগসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধা না থাকায় সংরক্ষন করা যাচ্ছে না মামলার গুরুত্বপুর্ণ নথি। বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দ্রুত বিচারক নিয়োগ-সহ অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন আইনজীবিরা। শ্রমজীবি মানুষের আইনগত অধিকারসহ শ্রম আইন বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেবে সরকার এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি