ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় রেলপথ ও সড়ক অবরোধ করেছে জুট মিল শ্রমিকরা

প্রকাশিত : ১৫:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

আলিম জুট মিল ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, উৎপাদন চালু, বকেয়া মজুরি পরিশোধসহ বেশ কয়েকটি দাবিতে খুলনায় রেলপথ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বুধবার সকাল ৯টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা-যশোর মহাসড়ক ও একই এলাকার রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করছেন তারা। এতে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা। আলিম জুট মিলসের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার জানান, সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলবে দুপুর ৩টা পর্যন্ত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি