ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আজ নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২৫ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:০০, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আজ রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে। রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির কোনো প্রার্থী নেই। তারপরও আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মাঝে অপহরণ পাল্টা অপহরণের মধ্যে দিয়ে আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ৩ জন প্রার্থী থাকলেও বর্তমানে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দল উপ-নির্বাচনে আঞ্চলিক সংস্কারবাদী দল জে এস এস স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রগতি চাকমাকে আনারস মার্কা, ইউপিডিএফ সমর্থিত প্রনতি রঞ্জন খীসাকে কাপ পিরিচ মার্কা নির্বাচন করছে। অপরজন স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে কল্পনা চাকমা দোয়াত কলম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করেছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি