ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য: বার্নিকাট  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ২৬ জুলাই ২০১৮

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, যে কোনো আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য।

বৃহস্পতিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।  

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বার্নিকাটের বক্তব্যের সমালোচনার বিষয়টি নজরে আনলে তিনি বলেন, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য।

এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে বার্নিকাট বলেন, এ কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করি।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সব বিষয়ে কথা হয়েছে। নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছি।   

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি