ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ১৮:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে নিজেদের সেরা খেলাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল । দলের একামাত্র লক্ষ্য সেমিফাইনাল জিতে প্রথমবারের মত ফাইনালে পা রাখা। আর স্বাগতিকদের এক বিন্দু ও ছাড় দেয়া হবে না বলে জানান ক্যারিবিয়ন অধিনায়ক হিটমায়ের। তাদেরও দৃষ্টি ফাইনালের দিকে । প্রথম দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট্ ইন্ডিজকেই মোকাবেলা করতে চাচ্ছিল বাংলাদেশ । শেষ পর্যন্ত হয়েছেও তাই । এখন অপেক্ষা ক্যারিবয়ি বাধা পেরিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা । প্রতিপক্ষের শক্তি পেস আক্রমণ হলেও, গতির বল খেলতেই ভালবাসেন টাইগার অধিনায়ক মেহেদী। সেমি ফাইনালকে বাড়তি গুরুত্ব দিয়ে চাপ নিতে নারাজ তিনি। তার মতে প্রথমে ব্যাট করলে ২৫০ প্লাস রান হলেই ভাল হয়। এদিকে পাকিস্তানকে হারানোর পর আত্মবিস্বাস অনেক বেড়েছে বলে জানান ক্যারিবিয় কোচ গ্রায়েম ফোর্ট। বাংলাদেশের সাথে ৩টি প্রস্তুতি ম্যাচে হারলেও তা কোন প্রভাব ফেলবে না মলে মন্তব্য করেন অধিনায়ক হিটমায়ের। তাছাড়া শুধু পেস নয় তাদের স্পিন আক্রমণও যথেষ্ট ভাল বলে জানান তিনি। এই ম্যাচের বিজয়ী দল রোবারের ফাইনালে ভারতের মুখোমুখি হবে ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি