পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ মনে করছেন বাংলাদেশ আরো মেধাবী ফাস্ট বোলার তৈরী হবে
প্রকাশিত : ১৯:৩৪, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৪, ৩০ জুলাই ২০১৬
			রুবেল, তাসকিন আর মুস্তাফিজদের অনুপ্রেরনায় ভবিষ্যতে বাংলাদেশ আরো মেধাবী ফাস্ট বোলার তৈরী হবে মনে করছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ।
সাত দিনের জন্য বিসিবির হাই পারফরমেন্স ইউনিটে পেসারদের পরামর্শক হিসেবে কাজ করছেন আকিব। ইমরান খান, ওয়াসির আকরামদের দেখানো পথে পরবর্তীতে অনেক মেধাবী পেসার পাকিস্তানের সাফল্যে বিভিন্ন সময় অবদান রেখেছেন বলে মত তাঁর। সংযুক্ত আরব আমিরাতের সাবেক এই কোচ বলেন আগের তুলনায় পেস বোলিংয়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। অনেকেই এখন গতি দিয়ে বল করছে।
		
আরও পড়ুন
 
				        
				    






























































