ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বঙ্গবন্ধু দেশ দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৫৮, ১৪ আগস্ট ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির জনক স্বাধীনতা উপহার দিয়েছেন আর তার কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। একটি স্বাধীন দেশ উপহার দিয়ে বঙ্গবন্ধু যেমন আজীবন প্রতিটি বাঙালির হৃদয়ে স্থান করে আছেন তেমনি দেশের অর্থনৈতিক মুক্তি দিয়ে শেখ হাসিনাও এ দেশের মানুষের হৃদয়ে চিরকাল স্থান করে নেবেন।  

আজ মঙ্গলবার বিকালে জয়দেবপুর, চন্দ্রা, এলেঙ্গা ও টাঙাইল মহাসড়কের আওতায় নির্মিত ২৩ টি সেতু ও ফেনী জেলার ফতেহপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতির জনক আমাদের দেশ উপহার দিয়ে গেছেন। কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেয় নি। তাঁকে স্বপরিবারে হত্যা করেছে। আমরা সেই খুনের বিচার করেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর মতো ব্যাক্তিত্ব সত্যিই অতুলনীয়। গান্ধী, নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু বারবার আসে না। ইতিহাসে একবারই আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি