ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আলেমদের সাথে নিয়ে গণসচেতনতা গড়ে তোলার আহবান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫:০৬, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:০৬, ১১ আগস্ট ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আলেমদের সাথে নিয়ে উপজেলা পর্যায়ে গণসচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে লক্ষাধিক আলেম-ওলামা’র সই করা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ’শান্তির ফতোয়া’র অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানে সরকার। তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের আলেম সমাজও। শান্তির লক্ষে লক্ষাধিক আলেম-ওলামার সই করা ফতোয়ার অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতেই এই অনুষ্ঠান। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু বিপথগামী মানুষের এমন জঙ্গিবাদী আচরণ শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। প্রতিটি উপজেলায় ইসলামী সংস্কৃতি চর্চায় মসজিদ প্রতিষ্ঠা এবং আলেমদের সাথে নিয়ে জঙ্গিবাদ দমনে গণ-প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান তিনি। দেশের শান্তি প্রতিষ্ঠায় ওলামা সমাজ কাজ করে যাবে বলে জানান শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দিন মাসঊদ। পরে মানব কল্যাণে দেশের লক্ষাধিক আলেমের সই করা ফতোয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি