ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলার ঘটনায় আরও ৭-৮ জনকে শনাক্ত, জিজ্ঞাসাবাদ করা হবে মারজানের বাবাকে

প্রকাশিত : ১৯:২৩, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:২৩, ১৬ আগস্ট ২০১৬

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলার ঘটনায় তামিম ও মারজান ছাড়াও আরও, ৭-৮ জনকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ছাড়া এখন পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান, ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। তবে, অন্যতম হোতা হিসেবে চিহ্নিত নুরুল ইসলাম মারজানের বাবা নিজামউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় জেএমবি জঙ্গিদের হামলায় বাংলাদেশি বংশোদ্ভত কানাডার নাগরিক তামিম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলাম মারজান ছাড়াও, আরও কয়েকজন জড়িত। আর এদের বিস্তারিত তথ্য সংগ্রহর কাজ চলছে বলে জানান, কাউন্টার টেররিজম ইউনিটের এই কর্মকর্তা। গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন অন্যতম মূলহোতা হিসেবে চিহ্নিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ছাত্র নুরুল ইসলাম মারজানের বাবা নিজামউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে গ্রেপ্তারের বিষয়েও কথা বলেন ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। পহেলা জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় হামলা চালিয়ে ৪ বাংলাদেশি ও ১৭ বিদেশি নাগরিক হত্যা করে জঙ্গিরা। পরে, কমান্ডো অভিযানে সন্দেহভাজন একজন এবং ৫ জঙ্গি নিহত হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি