ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

নাসার নতুন অভিযান ওসাইরাস রেক্স

প্রকাশিত : ১১:২৬, ১৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩২, ১৮ আগস্ট ২০১৬

সৌর জগতের সৃষ্টি এবং এর ভৌত গঠন সম্পর্কে বিস্তারিত জানতে নাসার নতুন অভিযান ওসাইরাস রেক্স। ৮ই সেপ্টেম্বর মহাকাশ যানটি উৎক্ষেপন করা হবে। সৌর জগতের অন্যতম প্রধান গ্রহানু বেনু’র পৃষ্ঠ থেকে নমুন সংগ্রহ করে পৃথীবিতে নিয়ে আসা এবং উচ্চ মাত্রার স্থির চিত্র তুলে আনাই এই অভিযানের লক্ষ্য। প্রায় সাড়ে চারশ’ কোটি বছর আগে মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট হয় মহাবিশ্ব। ছড়িয়ে পড়ে অসংখ্য গ্রহাণু। সৌর জগতের এমনই এক পিণ্ড বেনু। আদি উপাদনে গঠিত বলে, সৃষ্টির ভৌত রহস্য হয়ত রুকিয়ে আছে এতে। সেওর জগতের গঠন সম্পর্কে জানতে বেণু অভিযানে নামছে নাসা। ওসাইরাস রেক্স নামের এই অভিযানে বেনুর পৃষ্ঠ থেকে সংগ্রহ করা হবে নমুনা। রেক্সের ভর ৯০৭ বিলোগ্রাম। কিন্তু জ্বলানি পেরা হলে ্ধসঢ়;ওজন দাড়ায় ২১১০ কিলোগ্রাম। অভিযান সফল হলে সৌর জগতসহ মহাবিশ্বের গঠন এবং এর মৌলিক উপাদান গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে বলে মনে করেন নাসার বিজ্ঞানিরা। সেপ্টেম্বরে যাত্রা শুরু করে ২০১৮তে বেনুতে পৌঁছাবে ওসাইরাস। ফিরবে ছ’বছর বাদে ২০২৩ সালে।  
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি