ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দিনাজপুরে তরুণী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ২১তম বার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:৪৯, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৪৯, ২৪ আগস্ট ২০১৬

দিনাজপুরে তরুণী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ২১তম বার্ষিকী আজ। ১৯৯৫ সালের এই দিনে ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে রাস্তায় ফেলে যায় পুলিশের কয়েক সদস্য। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় আরও ৭ জন। এরপর থেকেই দিনটি জাতীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ১৯৯৫ সালের ২৪শে আগস্ট ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নৈশ কোচের সুপারভাইজার ইয়াসমিনকে দিনাজপুরের দশমাইল মোড়ে এক চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। কিছুক্ষণ পর টহল পুলিশের একটি দল ইয়াসমিনকে দিনাজপুর পৌঁছে দেয়ার কথা বলে পিকআপ ভ্যানে তুলে নেয়। পরে ধর্ষণের পর হত্যা করে রাস্তায় মৃতদেহ ফেলে চলে যায় তারা। এ’ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরবাসী। ২৭শে আগষ্ট জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে গেলে পুলিশের গুলিতে নিহত হয় ৭ বিক্ষোভকারী। আহত হয় শতাধিক। পরে, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলায় ১৯৯৭ সালের ৩১ আগষ্ট রংপুরের বিশেষ আদালত পুলিশের এএসআই ময়নুল হোসেন, কনষ্টেবল আব্দুস সাত্তার ও অমৃতলালকে মৃত্যুদণ্ড দেন। তা কার্যকরও হয়েছে। এ’ঘটনার পর দেশে নারী নির্যাতন কি কমেছে? এমন প্রশ্নে উদ্বেগের কথাই জানালো সচেতনমহল। নারী নির্যাতন রোধে পুরুষের মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মনে করেন তারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি