ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

আফগানিস্তানে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় পুলিশি অভিযানে নিহত দুই সন্ত্রাসী

প্রকাশিত : ০৯:৩১, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৩১, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আফগানিস্তানের রাজধানী কাবুলের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় পুলিশি অভিযানে নিহত হয়েছে দুই সন্ত্রাসী। পুলিশ জানায়, এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকে পড়া শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযান সমাপ্ত ঘোষণা করে তারা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হঠাৎ বোমার বিস্ফোরণে কেঁপে উঠে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা। এরপর বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে গুলি ছুঁড়তে থাকে বন্দুকধারীরা। নিহত হয় একজন। আহত হয় ২০ জন। তবে নিহতদের মধ্যে কোন বিদেশী নাগরিক নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি