ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

গরু মোটাতাজা করায় ব্যস্ত সিরাজগঞ্জের খামারীরা

প্রকাশিত : ০৯:১৮, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৮, ২৯ আগস্ট ২০১৬

ঈদ সামনে রেখে শেষ মুহুর্তেও গরু মোটতাজা করায় ব্যস্ত সিরাজগঞ্জের খামারীরা। গবাদী পশুকে খাওয়ানো হচ্ছে ঘাস, চলছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। তবে, ক্ষতিকর রাসায়নিক বা ইনজেনকশনের ব্যবহার কমেছে। গবাদী পশু পালনে সিরাজগঞ্জের খ্যাতি দীর্ঘদিন ধরেই। জেলায় ২০ হাজারের বেশি খামারী প্রতিবছর প্রায় ২ লাখ গরু বাজারজাত করেন। খামীরারা বলছেন, এবার কোরবানীর হাটে আকর্ষণীয় করতে মৌসুমজুড়েই ঘাস, খড় ও দানাদার খাদ্য দেয়া হয়েছে গরুগুলোকে। এখন বিভিন্ন হাটে পাঠানো হচ্ছে এ’সব গরু। ঈদে রোগহীন ও ক্ষতিকর ইনজেকশন মুক্ত গরু মানুষের হাতে তুলে দিতে, খামারীদের সহযোগিতা দিচ্ছে প্রাণীসম্পদ বিভাগ। অতীতে ডেক্সটরেট জাতীয় ট্যাবলেট ও ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা হলেও, সাম্প্রতিক সময়ে এর ব্যবহার কমেছে। এবার ঈদে গরুর প্রত্যাশিত দাম মিলবে বলে আশা খামারীদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি