ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

রাজধানীতে শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে , গ্রীস্মকালীনের দাম আকাশ ছোঁয়া

প্রকাশিত : ১৫:১৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর বাজারে বেড়েছে রসুন, মাছ, মুরগি, গরুর মাংসের দাম। গেল সপ্তাহের তুলনায় রসুনের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা, আর গরুর মাংস কেজিতে বেড়েছে ২০ টাকা। শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও, গ্রীস্মকালীন সবজির দাম আকাশ ছোঁয়া। রাজধানীর বাজারগুলোতে মূল্যতালিকা বাধ্যতামূলক হলেও, অধিকাংশ দোকানেই তালিকা নেই। bazerআগের সপ্তাহের তুলনায় বেড়েছে রসুনের দাম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। তেলের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডাল, লবন ডিমসহ বেশ কিছু পণ্যের দাম। মসুরের ডাল কেজি প্রতি দশ টাকা, লবন কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও চড়া ঢেঁড়শ, পটল, চিচিঙ্গা, করলাসহ বেশ কিছু গ্রীস্মকালীন সবজির দাম। বয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দেশী মুরগীর দামও বেড়েছে। বাড়তি গরুর মাংসের দামও। চড়া দেশী মাছের বাজার। বাজারের উর্ধ্বগতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। এদিকে, দোকানে সিটি কর্পোরেশনের নির্ধারিত বাজার মূল্য তালিকা রাখার কথা থাকলেও অনেক দোকানেই তা দেখা যায়নি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি