ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

গাজীপুরে কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন

প্রকাশিত : ১৬:৩২, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩২, ১২ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের টঙ্গীতে টামপাকো প্যাকেজিং কারখানায় উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। সকালে আরো দুটি লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। এদিকে এ ঘটনায় কারখানার মালিককে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত এক শ্রমিকের বাবা। সোমবার সকাল থেকেই উদ্ধারকাজে নামে সেনাবাহিনীর একটি দল। সকালে আরো দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তুপের ভেতরে দাহ্য পদার্থ থাকায় উদ্ধার কাজ চালানো ঝুঁকিপূর্ন ও সময়সাপেক্ষ হয়ে পড়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ঈদের পর দিন থেকে পুরোদমে উদ্ধার কাজ শুরু হবে। অগ্নিকান্ডের ঘটনায় জেলা প্রশাসন গঠিত কন্ট্রোল রুমে নিখোঁজ স্বজনদের কাছ থেকে তালিকা নেয়া হচ্ছে। এ পর্যন্ত ১২জনের তালিকা দিয়েছে স্বজনরা। গত রাতে কারখানার কর্মী মোহাম্মদ হোসেন জুয়েলের বাবা আব্দুল কাদের পাটোয়ারি বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এতে কারখানার চেয়ারম্যান, বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনসহ ৮ জনকে আসামি করা হয়। অগ্নিকান্ডের পর থেকেই পলাতক রয়েছেন মকবুল।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি