ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র-ফ্রান্স-ডেনমার্ক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:১৪, ২৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ডেনমার্কসহ কয়েকটি দেশ ও সংস্থা। এ জন্য তারা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।     

এছাড়া যুক্তরাজ্যসহ ঢাকা-ভিত্তিক কয়েকটি দূতাবাস নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে।   

এ বিষয়ে সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে অনেকেই এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ডেনমার্ক ইতোমধ্যে আমাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি জানিয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে আরও দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তাদের অভিমত আমাদের জানাবে।’

এছাড়া সার্ক ও কমনওয়েলথ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে।  

এদিকে বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠকের পর বলেছেন, ‘যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবেন। আমরা বলেছি, পর্যবেক্ষকরা যেখানে যাবেন, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালিকা চেয়েছি। তারা কোথায় কী কী কাজ করবেন, সে বিষয়ে আগে থেকে তালিকা দিয়ে জানাবেন।’

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিলেও তাদের দুই জন বিশেষজ্ঞ নির্বাচন প্রক্রিয়া দেখার জন্য ইতোমধ্যেই বাংলাদেশে এসেছেন। তারা ৪০ দিন বাংলাদেশে থাকবেন।

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি