ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

সিরিয়ায় মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত ৬২ সিরিয় সৈন্য

প্রকাশিত : ১৯:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ায় মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ৬২ জন সিরিয় সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক । শনিবার দেইর আল জোর বিমানবন্দরের পাশে সেনাবাহিনীর ক্যাম্পে মার্কিন বাহিনী বিমান হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। তবে আইএস মনে করে সিরিয় বাহিনীর উপর ভুলক্রমে হামলা চালানো হয়েছে উল্লেখ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক ঢেকেছে রুশ কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির সময় এধরণের হামলাকে সন্দেহজনক বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ান প্রতিনিধি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি