ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

দেশের সবশ্রমিককে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬:১৩, ৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:১৩, ৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের সবশ্রমিককে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক। সকালে রাজধানীর মতিঝিলে চেম্বার বিল্ডিং-এ এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন, বিইএফ আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন দূর্ঘটনায় শ্রম আইন অনুসারে যে সহায়তা দেয়া হয় তার সাথে মালিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান খরচ কমানোর জন্য শিশুদেরকে নিয়োগ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে কানাডিয়ান হাইকমিশনার বেনয়িত পিয়েরে বলেন, কেবল কানাডা থেকেই বাংলাদেশ পোশাক শিল্প দিয়ে আয় করতে পারে এক বিলিয়ন ডলারেও বেশী। এসময় পেশাজীবিদের প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয় বিইএফ ও পোশাক মালিক সংগঠনগুলোর সাথে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি