ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

প্রধানমন্ত্রীর আ্যাসাইনমেন্ট অফিসার নূরনবী, উপ-প্রেস সচিব তুষার

প্রকাশিত : ১৩:২১, ৫ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ভাস্কর ও সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।কলেজজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে নূরনবী বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।

ছাত্ররাজনীতির পাশাপাশি একজন ভাস্কর্যশিল্পী হিসেবেও তার পরিচিতি আছে। গাজীপুর ও নরসিংদীর সার্কিট হাউসে তার ডিজাইনে নির্মিত ভাস্কর্য শোভা পাচ্ছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু (৫২-৭১) টেরাকোটাটিও তার ডিজাইনে নির্মিত।

অপরদিকে, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক হাসান জাহিদ তুষার।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি