ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ (ভিডিও)

প্রকাশিত : ১১:২১, ২৬ মার্চ ২০১৯ | আপডেট: ১১:২৭, ২৬ মার্চ ২০১৯

৪৯তম স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গণহত্যায় জড়িতদেও আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান।

ভোরের সূর্য ওঠার সাথে সাথেই জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বিউগলে বেজে ওঠে করুণ সুর।

গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকষ দল। 

এরপর মন্ত্রী-পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে জাতির শেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ একাত্তরের গণহত্যার বিচার দাবি করেন। বিএনপি-জামাতের ষড়যন্ত্রের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন হানিফ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামে।

বিস্তারিত দেখনু ভিডিওতে :

 

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি