ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

প্রকাশিত : ২০:২০, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:২০, ১৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

হবিগঞ্জের বাহুবলে একটি স্কুল জাতীয়করণের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। বুধবার দুপুরে বাহুবল দ্বীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। সে সময় পুলিশ তাদের সরিয়ে দিলে একপর্যায়ে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় শিক্ষকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি