ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

প্রায় দেড় মাসেও তদন্তের কোন অগ্রগতি নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যুর ঘটনার

প্রকাশিত : ১০:৪৪, ২০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৪, ২০ অক্টোবর ২০১৬

প্রায় দেড় মাসেও তদন্তের কোন অগ্রগতি নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতকা বিভাগের শিক্ষিক অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যুর ঘটনার। এখনো পুলিশের কাছে পৌঁছায়নি ভিসেরা ও ময়নাতদন্তের প্রতিবেদন। ফলে উদঘাটিত হয় নি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মৃত্যু রহস্য। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতকা বিভাগে আর কখনও আসবেন না অধ্যাপক আকতার জাহান জলি। প্রিয় শিক্ষকের অনুপস্থিতিতে বিভাগে এখনো শোকের ছায়া। গত প্রায় দেড় মাসেও প্রিয় শিক্ষকের মৃত্যু রহস্য জানতে না পেরে হতাশ বিভাগের শিক্ষার্থীরা। প্রিয় সহকর্মীর মৃত্যু রহস্য জানতে চান শিক্ষকেরা। ময়নাতদন্তের প্রতিবেদন না দেয়ায় হতাশ তারাও। ভিসেরা ও ময়নাতদন্তের প্রতিবেদন এক সঙ্গে দেয়া হবে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক। গেল ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে শিক্ষিক আকতার জাহান জলির লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরহেদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি