ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন (ভিডিও)

প্রকাশিত : ১৭:০৫, ৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিধন্য নওগাঁর পতিসর, কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জে চলছে নানা আয়োজন। উৎসবের আমেজ এসব এলাকায়। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট।

যুগে যুগে তার জন্ম যেনো অক্ষয়। বিশ্বকবির জন্ম হয়েছিলো বলেই সৃষ্টি হয়েছে এমন অমর সব কবিতা-গান।

রবীন্দ্র জন্মবার্ষিকীতে নওগাঁর পতিসরে চলছে সরকারীভাবে দিনভর আযোজন। তবে অনুষ্ঠানকে ঘিরে গ্রামীণ মেলা বসেছে সপ্তাহ জুড়ে। পতিসর কুঠিবাড়ির যেখানে বসে কবি লিখেছেন দুই বিঘা জমি, বিদায় অভিশাপসহ নানা কবিতা আর উপন্যাস, সেখানেই পদচারণা ভক্তদের। চলছে আলোচনা। সাংস্কৃতিক পরিবেশনা।

নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলী লিখেছিলেন পদ্মাপাড়ে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। কবির স্মৃতিঘেরা সেইখানে চলছে তিনদিনের অনুষ্ঠান।

কবির স্মৃতি ধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরও জাতীয় ভাবে পালন হচ্ছে রবীন্দ্র জন্ম বার্ষিকী। এউপলক্ষে বসেছে মেলা। এই ঘাটে এখন আর পড়েনা কবির পদরেখা। তিনি নেই। কিন্তু বিশ্ব কবির সৃষ্টি অমর-অবিনশ্বর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি